Take a fresh look at your lifestyle.

ফিলিস্তিনের উপর সন্ত্রাসী আগ্রাসনের প্রতিবাদে বরিশাল বিক্ষোভ

৩৫
নিজস্ব প্রতিবেদকঃ
ফিলিস্তিনের উপর সন্ত্রাসী আগ্রাসনের প্রতিবাদে গাজায় ইসরায়েলের চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বরিশালে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশে করছে শিক্ষার্থী ও জনতা।
৭ এপ্রিল,সোমবার সকাল ১১টায় বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে  সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্র-জনতা।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘গাজা বাঁচাও’, ‘ইসরায়েলের গণহত্যা বন্ধ কর’, ‘ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার চাই’ এমন নানা স্লোগানে মুখর করে তোলেন নগরী।
একাধিক সমাবেশে বক্তারা প্রায় একই সুরে বলেন, ইসরায়েল যে বর্বরতা গাজায় চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে শিশু, নারী, বেসামরিক মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণ মানবাধিকারের চরম লঙ্ঘন।
বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই একতাবদ্ধ হয়ে এই গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া। তাই অবিলম্বে গাজায় হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধিসহ মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এসব কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ তৎপরতা লক্ষ্য করা গেছে।
Auto House

Leave A Reply

Your email address will not be published.