নিজস্ব প্রতিবেদকঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও হত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি।
বৃহস্পতিবার,১০ এপ্রিল বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করা হয়।
এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। এসময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দেন, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান প্রমুখ।
সম্পর্কিত পোস্ট
বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনী শিশু থেকে শুরু করে সব মানুষদের গণহারে হত্যা করছে। আমরা যুদ্ধ চাইনা, শান্তি চাই। অনতিবিলম্বে বিক্ষোভ সমাবেষ থেকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
এর আগে বিক্ষোভ সমাবেশ শুরুর পূর্বে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ফিলিস্তিনি ও বাংলাদেশের পতাকা হাতে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ স্থলে জড়ো হয় নেতা-কর্মীরা। এতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।