Take a fresh look at your lifestyle.

বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই

স্টাফ রিপোর্টার: বরিশালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের মতো বরিশালেও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হলো।

আজ সোমবার (১ জানুয়ারি)  সকাল ১০ টায় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা।

 

এরি মধ্যে দিয়ে উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে নতুন বছর ২০২৪ সালের শুরুতে বরিশালে সর্বপ্রথম বই বিতরণ কার্ষক্রমের শুভ সুচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম, উপপরিচালক (ভারপ্রাপ্ত) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল বরিশাল মোঃ আনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাহবুবা হেসেন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বরিশাল জিলা স্কুল পাপিয়া জেসমিন।

দুপুর ১২ টায় মুকুলস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ও বিশেষ অতিথি জেলা প্রশাসক বরিশাল এর সাথে বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল শেখ মোঃ আকতারুজ্জামান, সভাপতি মুকুলস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রী ভানু লাল দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগ বরিশাল মিজ নিলুফা ইয়াসমিন।

নতুন বই পেয়ে উল্লসিত কোমলমতি শিক্ষার্থীরা উল্লাসে ফেঁটে পড়েন। বছরের প্রথম দিন মৌ মৌ ঘ্রানের নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা।

 

এনসিটিবি সূত্রমতে, এবার সারা দেশে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজারের মতো নতুন বই বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে প্রাথমিকে বই ৯ কোটি ৩৮ লাখের বেশি এবং মাধ্যমিক স্তরের বই ২১ কোটি ৩২ লাখের বেশি। প্রাথমিকের সব বই ছাপা হয়েছে। কিন্তু অষ্টম ও নবম শ্রেণির মোট ১০ কোটির কিছু বেশি বইয়ের মধ্যে প্রায় আড়াই কোটি বই গতকাল রোববার বছরের শেষ দিনেও ছাপা শেষ হয়নি। ফলে বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী সব বই (পুরো সেট) হাতে পাচ্ছে না। তারা বছরের প্রথম দিনে কয়েকটি করে নতুন বই পাচ্ছে। অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরাও প্রথম দিনে ছয় থেকে আটটি করে বই পাবে। এই দুই শ্রেণির অবশিষ্ট বই সর্বোচ্চ ১০ জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীরা পেয়ে যাবে।

 

Leave A Reply

Your email address will not be published.