Take a fresh look at your lifestyle.

বরিশালের মেহেন্দিগঞ্জে ট্রলার ডু‌বি, মা মে‌য়ের লাশ উদ্ধার

১১৬
নিজস্ব প্রতিবেদক: বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলার ডুবিতে মা ও মে‌য়ের মৃত‌দেহ উদ্ধার ক‌রা হ‌য়ে‌ছে।
শুক্রবার দুপু‌রে মাহেনুর বেগম ও তার মেয়ে নাসরিন বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়।
পাশাপা‌ষি নিখোঁজ ৩ জনের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে মে‌হে‌ন্দিগঞ্জ থানা পু‌লি‌শের প‌রিদর্শক মো: শ‌হিদুজ্জামান। তি‌নি ব‌লেন, মা‌ঝেরচর থে‌কে দ‌ড়িরচর খাজু‌রিয়া ইউ‌নিয়‌নে মৃত স্বজ‌নের জানাযায় যাওয়ার প‌থে ২৫ জন যাত্রী নি‌য়ে গজা‌রিয়া নদী‌তে ট্রলার‌টি ডু‌বে যায়।
এরপর সবাইকে উদ্ধার করা সম্ভব হ‌লেও দুইজ‌নের মৃত‌দেহ উদ্ধার করা হয় এবং আরও তিনজন নি‌খোজ র‌য়ে‌ছে। তা‌দের উদ্ধা‌রে কাজ চল‌ছে।
Write to Tanmoy Tapu
Auto House

Leave A Reply

Your email address will not be published.