Take a fresh look at your lifestyle.

বরিশালের শীর্ষ সন্ত্রাসী কালা মাসুদ গ্রেফতার

৪৯

নিজস্ব প্রতিবেদকঃ ভাড়াটে খুুনী হিসেবে পরিচিতি বরিশালের শীর্ষ সন্ত্রাসী আকাশ হাওলাদার (৩৫) ওরফে কালা মাসুদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। কুপিয়ে হত্যা-জখমসহ ২৬টি মামলা রয়েছে কালা মাসুদের বিরুদ্ধে।

০৯নভেম্বর, শনিবার ভোরে বরিশাল নগরীর হাতেম আলী কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন জানান, আকাশ হাওলাদার বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে। আকাশ কালা মাসুদ নামে পরিচিত।

তিনি আরও জানান, কালা মাসুদ বিভিন্ন সময়ে টাকার বিনিময়ে টার্গেট করা ব্যক্তিকে কুপিয়ে আহত ও হত্যার ঘটনা ঘটিয়েছে। বরিশাল নগরীর ছিনতাইকারীদের গডফাদার ও ভাড়াটে খুনি নামে পরিচিত তিনি। তাই আমরা তাকে গ্রেফতার করতে গত এক মাস ধরে একাধিক অভিযান চালিয়েছি। তার বিরুদ্ধে হত্যা ছাড়াও ডাকাতি, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে।

এছাড়াও কালা মাসুদের রয়েছে ছিনতাইকারী কয়েকটি চক্র। গত এক বছরে বরিশাল নগরীতে প্রায় অর্ধশত চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটালেও থানা পুলিশ তাকে গ্রেফতার করতে অনেকটা ব্যর্থ হয়েছিলো।

স্থানীয়ভাবে জানা গেছে, ধোপাবাড়ির মোড়, কলেজ এ্যাভিনিউ, বৈদ্যপাড়াসহ কয়েকটি স্থানে রয়েছে কালা মাসুদের সন্ত্রাসী গ্রুপের সদস্যরা। তারা টাকার বিনিময়ে বিভিন্ন অপরাধ করে থাকে। তাই অবিলম্বে কালা মাসুদের সহযোগীদের গ্রেফতারের দাবি জানান স্থানীয়রা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মিজানুর রহমান বলেন,সন্ত্রাসী কালা মাসুদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি আছে। তাছাড়া নতুন আরও চারটি মামলার আসামি এই কালা মাসুদ। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.