নিজস্ব প্রতিবেদক: বরিশালে অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের পূন্য স্নান।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা স্নানে অংশগ্রহন করেন।
আজ শনিবার সকাল থেকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ঐহিত্যবাহী দুর্গা সাগরে এই স্নান অনুষ্ঠিত হয়। বরিশাল নগরী সহ জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে অনেক পূর্নার্থী দুর্গা সাগরের পূন্য স্নানে অংশ নেন।
পূন্য স্নানে আসা ভক্ত স্বপন কর জানান, সনাতন ধর্ম মতে অষ্টমী তিথিতে পূন্য স্নানে পাপ মোচন হয়। এই বিশ্বাসে স্নানে অংশগ্রহন করেন তারা। পূর্ন স্নান কেন্দ্র দুর্গা সাগর এলাকায় হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়। পূন্য স্নান ও গ্রামীন মেলার নিরাপত্তায় সতর্কাবস্থানে ছিলো আইন শৃঙ্খলা বাহিনী
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, পূন্যস্নানকে কেন্দ্র করে দুর্গাসাগর প্রাঙ্গনে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোড়দার ছিলো।