নিজস্ব প্রতিবেদকঃ রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ এই স্লোগান নিয়ে বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর,শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজওয়ান, উপপরিচালক বরিশাল জেলা তথ্য অফিস রিয়াদুল ইসলাম, সভাপতি বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক) অধ্যাপক গাজী জাহিদ হোসেনসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অতিথিরা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক তথ্য অধিকার অইনের বাস্তবায়নে সবাইকে নিজ নিজ স্থান থেকে কাজ করার আহবান জানান।