Take a fresh look at your lifestyle.

বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই স্লোগান নিয়ে বরিশালে জাতীয় ভাবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।

১৩ অক্টোবর,সোমবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং বিভাগীয় প্রশাসন বরিশাল এর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সার্কিট হাউস প্রাঙ্গনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালির উদ্ধোধন করেন প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম।

সার্কিট হাউস প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।রেজওয়ানুর রহমান, মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, উপ-পুলিশ মহাপরিদর্শক বরিশাল রেঞ্জ  মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীনসহ বিভাগীয় ও জেলা কমিটির সদস্য এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় অতিথিরা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন,বরিশাল বিভাগের অনেক জেলা উপকূলীয় অঞ্চলে অবস্থিত। ১৯৭০-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরসহ সম্প্রতিককালের রেমাল, মোখা, সিত্রাং ইত্যাদি ঘূর্ণিঝড়ে এ বিভাগের জেলাগুলি বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্গত মানুষের আশ্রয়ের জন্য সরকার এ অঞ্চলে একাধিক ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। বিভাগের সকল উপজেলায় ব্রিজ-কালভার্ট ও হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মাণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ত্রাণ সামগ্রী যেমন শুকনা খাবার, কম্বল, ঢেউটিন ক্রয় কার্যক্রম বিকেন্ত্রীকরণ করা হয়েছে। উপকূলীয় এলাকার জন্য প্রায় ৮০,০০০ জন স্বেচ্ছাসেবক তৈরি করা হয়েছে। সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ দুর্যোগ মোকাবেলায় কি ভূমিকা রাখছে সে সম্পর্কে মতবিনিময়ের জন্য এবারের ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ জাতীয়ভাবে বরিশালে উদযাপন করা হয়েছে।

পরে নগরীর বেলস পার্কে দুর্যোগ মোকাবেলায় মাঠ মহড়া প্রদর্শন করেন সিপিপির সদস্যরা।

Auto House

Leave A Reply

Your email address will not be published.