নিজস্ব প্রতিবেদকঃ “আমাকে ছাড়া আমার বিষয়ে কোন সিদ্ধান্ত নয়” এই শ্লোগানে বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি বরিশাল জেলা শাখা ১১ দফা দাবী উপস্থাপন করে।
শুক্রবার (৭ মার্চ) সকাল ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি বরিশাল জেলার সভাপতি প্রফেসর শাহ সাজেদার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র উপস্থাপন করেন সদস্য সচিব হাসিনা বেগম নীলা। আলোচনায় অংশ নেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী এডাব অনুসংগঠন সভাপতি কাজী জাহাঙ্গীর কবীর, উন্নয়ন সংগঠক শুভংকর চক্রবর্তী প্রমুখ।
উপস্থাপিত ঘোষণাপত্রে ১১ দফা দাবী উপস্থাপন করা হয়। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সংবেদনশীল নাগরিক সমাজ গঠনসহ বিদ্যামান আইন সমূহের যথাযথ প্রয়োগ ও নীতিমালা সংশোধন, যুগোপযোগী আইন প্রনয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বক্তারা আহবান জানান।