আন্তর্জাতিক ‘নীলাকাশের জন্য নির্মল বায়ু’ দিবস উপলক্ষ্যে বরিশালে পথসভা হয়েছে।
৭সেপ্টেম্বর,রবিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এই পথসভা হয়।
একশনএইড বাংলাদেশ ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট বিডি) এর সহয়োগিতায় সদস্য সংগঠন প্রান্তজন, আভাস, আরোহি, সিল্ট ও বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের যৌথ আয়োজনে এই কর্মসূচি হয়েছে।
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান খোকনের সভাপতিত্বে এসময় বক্তৃতা দেন, বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্বায়ক শুভংকর চক্রবর্তী, আরোহির নির্বাহী পরিচালক এটিএম খোরশেদ আলম, প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা, বরিশাল পরিবেশ ও উন্নয়ন ফোরামের আহ্বায়ক সুভাষ দত্ত, বরিশাল পরিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য আক্তারুল কবির।
বক্তারা বলেন, বায়ুদূষণ বর্তমান বিশ্বে প্রথম পাঁচটি মৃত্যুকারণের একটি। সারা বিশ্বে প্রতি বছর প্রায় ৭০ লক্ষ মানুষ বায়ুদূষণের কারণে অকাল মৃত্যুবরণ করে। যা অন্য যেকোনো পরিবেশগত দূষণে সংঘটিত মৃত্যু সংখ্যার চেয়ে অনেক বেশি। শুধু তাই নয়, বায়ুদূষণ জনিত অসুস্থতায় মানুষের কর্মক্ষমতা বহুলাংশে হ্রাস পায় যার আর্থিক মূল্য অপরিসীম।
বক্তারা আরও বলেন, শঙ্কার বিষয় এই যে, বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব শুধু মানব স্বাস্থ্যের ওপরই সীমাবদ্ধ নয়। জীবজগত ও উদ্ভিদের ওপরেও এর প্রভাব মারাত্মক। উপরন্তু, জলবায়ু পরিবর্তনে বায়ুদূষণ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। বায়ুদূষণের এমন সব বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব থাকা সত্তেও এখন পর্যন্ত এটি নিয়ন্ত্রণে কোনো আন্তর্জাতিক সমঝোতা নেই। এমন বাস্তবতায়, বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী জন-রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিকভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি বলে জানান বক্তারা।