Take a fresh look at your lifestyle.

বরিশালে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ-এর উদ্যোগে ইউনিসেফের সহযোগিতা এই কর্মসূচি হয়েছে।

মানববন্ধন শেষে র‍্যালী নিয়ে বেলসপার্কে গিয়ে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চালায় জলবায়ু যোদ্ধারা।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় তাদের হাতে ছিল সিসা দূষণবিরোধী ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা গেছে।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, বেলার বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী সোহেল মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহাবুদ্দিন সরদার, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ। সমাবেশের সভাপতিত্ব করেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ।

বক্তারা বলেন, সিসা দূষণে বাংলাদেশ বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ। দেশের প্রায় ৬০ শতাংশ শিশুর রক্তে অতিরিক্ত সিসা পাওয়া গেছে, যা শিশুদের মানসিক বিকাশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ কারণে বছরে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু এবং জিডিপির ৬ থেকে ৯ শতাংশ পর্যন্ত অর্থনৈতিক ক্ষতি হয়। সিসা দূষণ নিয়ন্ত্রণে ভোগ্যপণ্যে মান নির্ধারণ, অবৈধ ব্যাটারি রিসাইক্লিং বন্ধ ও কঠোর আইন প্রয়োগ এখন সময়ের দাবি।

প্রসঙ্গত: জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর উদ্যোগে প্রতিবছর অক্টোবর মাসে বিশ্বব্যাপী পালিত হয় ‘আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ’। এ বছরের প্রতিপাদ্য ছিল—“No Safe Level: Act Now to End Lead Exposure.”

Auto House

Leave A Reply

Your email address will not be published.