Take a fresh look at your lifestyle.

বরিশালে ইলিশের বাজারে ভোক্তা অধিদপ্তর’র অভিযান

৩৪

নিজস্ব প্রতিবেদকঃ  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই খবরে বরিশালে ইলিশের মোকামে দাম বৃদ্ধির খবর শুনে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়।

২৫ সেপ্টেম্বর, বুধবার দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর পোর্টরোড পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, মৎস্য পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। কোন পাইকারি ও খুচরা ব্যবসায়ী যেন বাজারে বেশি দামে ইলিশ বিক্রি করতে না পারে সেজন্য মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান ,অভিযানে ইলিশের দামে কোনো অসংগতি পাওয়া যায়নি। তবে কেউ যদি সিন্ডিকেট করে বেশি দামে বিক্রির চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বরিশালের বাজারে বুধবার এক কেজির ইলিশ প্রতি মণ ৬৮ হাজার, ১২শ গ্রাম ৭২ হাজার, এলসি ৬২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.