Take a fresh look at your lifestyle.

বরিশালে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা কইতর রানা আটক

৭২

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল নগরীর ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মাইনুল ইসলাম রানা ওরফে কইতর রানাকে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

রবিবার রাতে নগরীর বিএম স্কুল সংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

১৯মে,সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুল মজিদ।মাইনুল ইসলাম রানা বরিশাল নগরীর ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা।

এসআই আব্দুল মজিদ বলেন, মাদক বিক্রির খবরে অভিযান চালিয়ে রানাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছি। রানা এর আগেও মাদকসহ ৫-৬ বার আইন শৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রানা বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কের পরিচয় ব্যবহার করে মাদক বাণিজ্য পরিচালনা করছে। কইতর রানা এক যুগের বেশি সময় ধরে মাদক বিক্রি করছে বলে জানা গেছে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.