স্টাফ রিপোর্টার: বরিশালে এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে মডেল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী নুসরাত জাহান নাজনীন আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পরীক্ষার ফল প্রকাশের পর তিনি আত্মহত্যা করেন।
মডেল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী নুসরাত জাহান নাজনীন বরগুনা জেলার আমতলী উপজেলার মৃত বশির মৃধার মেয়ে। তিনি নগরীর ব্যাপ্টিস্টমিশন রোডে বড় বোনের বাসায় থেকে পড়াশোনা করতেন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আশিষ কুমার সাহা জানান, এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় নুসরাত জাহান নাজনীন নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। দুপুর ১২টার দিকে মেডিকেলে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
পারিবারিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ফল প্রকাশের পর নুসরাত জাহান নাজনীন জানতে পারেন অকৃতকার্য হয়েছেন। এরপর কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নেয়। দ্রুত উদ্ধার করে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঘোষণা করেন।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।