Take a fresh look at your lifestyle.

বরিশালে ওয়ার্ল্ড ভিশন জেলা যুব ফোরামের কমিটি গঠন

৬৬

স্টাফ রিপোর্টার : বরিশালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বরিশাল জেলা ভিত্তিক
যুব ফোরামের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) নগরীর চাঁদমারি ব্যাপ্টিস্ট মিশন সাবসেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এপির সহযোগীতায় বরিশাল জেলা যুব ফোরামের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জেলা যুব ফোরাম এর এ নির্বাচনে তৃতীয়বারের মত সভাপতি নির্বাচিত হয় মো:আবু সুফিয়ান শেখ,সহ-সভাপতি নির্বচিত হয় সাওদা বিনতে সাজ্জাদ ইলমা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত ও কোষাধ্যক্ষ পদে আয়শা আফরোজ প্রিতি নির্বাচিত হয়, এছাড়া সদস্য পদে রবিউল ইসলাম,যোসেফ রবিন পাল, মারুফা আক্তার মিম,নুসরাত জাহান রিমি,আরিয়ান ইসলাম মামুন, ও নাদিয়া তুল মুনা জয়লাভ করেন।সর্বমোট ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এপির ফিল্ড এ্যাডভোকেসি কো-অর্ডিনেটর মোসা: বিউটি কুইন, স্পনসরশীপ ও চাইল্ড প্রটেকশন অফিসার লিজা সরকার।

উল্লেখ্য বরিশাল যুব ফোরাম বরিশালের শিশু ও যুব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে।

এছাড়াও জেন্ডার-ইকুয়ালিটি, জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করেছে। শারীরিক ও মানসিকভাবে অসমর্থ ব্যক্তির কল্যাণ, সমাজবিরোধী কার্যকলাপ থেকে মানুষকে বিরত রাখা, সামাজিক শিক্ষা, ভিক্ষুক ও দুস্থদের কল্যাণ, বালবিয়ে প্রতিরোধ, ঝরে পড়া শিশুকে বিদ্যালয়মুখী করা, যুবকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। শিশুর জন্য বাজেট বরাদ্দে প্রতি বছর স্থানীয় সরকারের সঙ্গে সভা-সেমিনার করে। শিশুর মানসিক স্বাস্থ্যের পাশাপাশি মেয়েদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও শিশুর মেধা বিকাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জলবায়ু পরিবর্তন রোধে কাগজের কলম, বৃক্ষরোপণ, প্লাস্টিকের পুনর্ব্যবহারেও কাজ করেন। প্রতি বছর শিশুদের মাঝে ঈদ উপহার, শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকালীন সেবামূলক কাজ করে সংগঠনটি।

 

Auto House

Leave A Reply

Your email address will not be published.