Take a fresh look at your lifestyle.

বরিশালে ছয়টি প্রতিষ্ঠানকে ৫৫হাজার টাকা জরিমানা

৩১

স্টাফ রিপোর্টার: আসন্ন রমজানকে সামনে রেখে বরিশালের বাজারগুলোতে বাড়তি নজর রেখেছে ভোক্তা অধিদপ্তর। অভিযানে ছয়টি প্রতিষ্ঠান থেকে পঞ্চান্ন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) নগরীর কাকলীর মোড়, বাজার রোড, নথুল্লাবাদ বাজার এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে এই জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি মিত্র।

অভিযান সূত্রে জানা গোছে, অপরিচ্ছন্ন পরিবেশে ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং বাড়তি মূল্যে পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে বরিশালের বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় সকল ব্যবসায়ীকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন ভোক্তা অধিদপ্তরের এ কর্মকর্তা। এ মানববন্ধনে সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Auto House

Leave A Reply

Your email address will not be published.