“আমি কন্যাশিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বরিশালে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উপলক্ষ্যে কন্যাশিশু ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর,বুধবার সকাল ১০ টায় সার্কিট হাউজ এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল এর আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে কন্যাশিশু ও মা সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল মেহেরুন নাহার মুন্নী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল মোঃ মোজাম্মেল হোসেনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং কন্যাশিশুরা উপস্থিত ছিলেন।
অতিথিরা জাতীয় কন্যাশিশু দিবস এর বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।