Take a fresh look at your lifestyle.

বরিশালে ট্রাফিক পুলিশের মাঝে চালু হলো বডি ওর্ন ক্যামেরা

৭৫

নিজস্ব প্রতিবেদক:  বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে চালু হয়েছে বডি ওর্ন ক্যামেরা।

৮ মার্চ, মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর আমতলার মোড় এলাকায় ট্রাফিক পুলিশের সার্জেন্টদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বডি ওর্ন ক্যামেরা চালু করেন বিএমপি ট্রাফিক পুলিশের এডিসি শেখ মো. সেলিম।

 

এ সময় বিএমপি ট্রাফিক পুলিশের এডিসি শেখ মো. সেলিম বলেন, বডি ওর্ন ক্যামেরা বিএমপি ট্রাফিক পুলিশের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। মাঠ পর্যায়ের এভিডেন্স কালেকশনের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান এর নেতৃত্বে ট্রাফিক পুলিশের ডিসি এস এম তানভীর আরাফাত এর সার্বিক তত্বাবধায়নে বরিশাল নগরীজুড়ে ইতিমধ্যেই সিটি সার্ভিলেন্স নামে ২২৫ টি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। তারই পরবর্তী ধাপ হিসেবে ২০ টি বডি ওর্ন ক্যামেরা চালু করে আমাদের যাত্রা শুরু করেছি। এর মাধ্যমে একজন ট্রাফিক পুলিশের কর্মকর্তা সড়কে তার আইনী দায়িত্ব পালনের সময় কোন ধরনের অপ্রিতি কর ঘটনা ঘটলে কোন পক্ষ দায়ী তা খুব সহজেই উদঘাটন করা যাবে এবং সাধারন জনসাধারণ সুষ্ঠু ভাবে আইনগত সহায়তা পাবেন।

 

এডিসি শেখ মো. সেলিম বলেন,বডি ওর্ন ক্যামেরা দিয়ে ছবি তোলা যায়, অডিও করা যায় এবং এর ভিডিওর রেজুলেশন অনেক হাই। এর মাধ্যমে কন্ট্রোল সেন্টারে সতর্ক বার্তা পাঠানো যায় এবং ওয়্যারলেস এর মত এক স্টেশন থেকে অন্য ষ্টেশনে যোগাযোগ করা যায়। এক বার চার্জে এটি ১২ ঘন্টা ব্যাবহার করা যায়। এর মধ্যে ৩০ জিবি মেমোরি কার্ড রয়েছে। বডি ওর্ন ক্যামেরার জিপিএস প্রযুক্তির সহায়তায় যেকোনো স্থানে বসেই ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করতে পারবেন।

 

এ ছাড়াও পুলিশ সদস্যদের সঙ্গে কেউ খারাপ আচরণ বা হামলা করলে সেগুলোর রেকর্ড থেকে যাবে। এর সঠিক ব্যবহার অপরাধ তথা অপরাধী শনাক্তের জন্য যেমনি গুরুত্বপূর্ণ, তেমনি ট্রাফিক পুলিশ সদস্যদের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা সহ সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করা সহজ হবে।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার মো. খলিলুর রহমান, ট্রাফিক পুলিশের টি আই রবিউল ইসলাম, টি আই আঃ রহিম, টি আই জিয়াউর রহমান, টি আই আঃ করিম, সার্জেন্ট ইমন, সার্জেন্ট ইমরান, সার্জেন্ট টুটুল, সার্জেন্ট সাদ্দাম হোসেন, সার্জেন্ট মশিউর রহমান, সার্জেন্ট জাকির হোসেন, সার্জেন্ট মনিরুল ইসলাম, সার্জেন্ট রফিকুল ইসলাম সহ পুলিশের অন্যান্য সদস্যরা।

 

উল্লেখ্য, এর আগে বডি ওর্ন ক্যামেরা রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের উপর দুই দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.