Take a fresh look at your lifestyle.

বরিশালে তরুণীকে ধর্ষণ মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে নগরীর এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

২৬ অক্টোবর,রবিবার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক রকিবুল হাসান এই রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ও একজন পলাতক ছিলেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলেন- বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকার মানিক গাজির ছেলে রাসেল গাজী, আলী হাওলাদারের ছেলে জাহিদ হাওলাদার, খলিল জমাদ্দারের ছেলে রাজিব জমাদ্দার ও আইউব আলী খানের ছেলে রোকন খান। এদের মধ্যে রোকন খান পলাতক রয়েছে।

মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী আজিবর বলেন, ২০১৬ সালের ১১ নভেম্বর বরিশাল নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন খৃস্টানপাড়ায় এক তরুণীকে গণধর্ষণ করে ওই এলাকার চার যুবক। গণধর্ষণের ঘটনায় সেদিন রাতেই বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি মামলা করেন ওই তরুণী। মামলার সকল স্বাক্ষী গ্রহণ শেষে ঘটনার সত্যতা পাওয়ায় এই রায় দেয় বিচারক।

গণধর্ষণের শিকার হওয়া ওই তরুণী বলেন, ‘রায় ঘোষণায় আমি সন্তুষ্টু। দণ্ডিতদের রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি। তাহলেভবিষ্যতে কোনো অপরাধী এই ধরণের কর্মকাণ্ড করতে সাহস পাবেনা’।

Auto House

Leave A Reply

Your email address will not be published.