Take a fresh look at your lifestyle.

বরিশালে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

১৭
স্টাফ রিপোর্টার : একটি পত্রিকার পাঠক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সবাইকে এক সাথে ধরে রাখার কঠিন কাজটি দীর্ঘদিন ধরে করছে বাংলাদেশ প্রতিদিন। যুগের সাথে তাল মিলিয়ে প্রিন্ট ভার্সনের সাথে সাথে অনলাইনেও এগিয়ে যাচ্ছে।দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
শনিবার (১৫ মার্চ) বেলা ১২ টার সময় দৈনিক বাংলাদেশ প্রতিদিন বরিশাল আঞ্চলিক কার্যালয়ে ওই আলোচনা সভা হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের বরিশালের নিজস্ব প্রতিবেদক সাইদ মেমন।বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ, ইসলামী আন্দোলনের বরিশাল জেলার সাধারণ সম্পাদক মাওলানা মো. কাওছার ইসলাম, মহানগর জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।
উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, বরিশাল প্রেস ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, ছিলেন নিউজ টুয়েন্টিফোর এর বরিশাল ব্যুরো প্রধান সাইফুর রহমান মিরণ, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার, কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরেফিন তুষার, বাংলাভিশনের বরিশাল ব্যুরো প্রধান শাহীন হাসান, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ, চরবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু, সাংবাদিক জিয়া বাবু, জুয়েল রানা, আরটিভির বরিশাল প্রতিনিধি এম আরিফুল ইসলাম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন, দেশ টিভির বরিশাল ব্যুরো প্রধান শাকিল মাহমুদ, চিত্র সাংবাদিক শাহিন সুমন, সংগ্রামের বরিশাল প্রতিনিধি বায়েজিদ বোস্তামী, যুগান্তরের বরিশাল ব্যুরো রিপোর্টার অনিকেত মাসুদ, ইত্তেফাক বরিশাল ব্যুরো চিত্র সাংবাদিক রাতুল আহমেদ, স্থানীয় দৈনিক আজকাল পত্রিকার চিত্র সাংবাদিক শাকিউজ্জামান মিলন, সময়ের বার্তার চিত্র সাংবাদিক লিটন আকন, আমাদের বরিশালের চিত্র সাংবাদিক নাইম হোসেন, বরিশাল টিভির পাবেল ফেরদৌস ইমন প্রমুখ।
সভায় বক্তারা বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাফল্যে কামনা করেন বক্তরা।আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলার সাধারন সম্পাদক মাওলানা মো. কাওছার ইসলাম। দোয়া মোনাজাতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সংকলের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
Auto House

Leave A Reply

Your email address will not be published.