Take a fresh look at your lifestyle.

বরিশালে বিএনপি নেতা কে পিটিয়ে হত্যার চেষ্টা

১৬

বরিশালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করা নিয়ে আলোচনা করায় এক বিএনপি নেতার উপর হামলা চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সন্ত্রাসী বাহিনীরা।

গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় সাহেবেরহাট বাজারের যাত্রী ছাউনির পাশে খোকনের চা দোকানে বসে এই হামলা চালায় সন্ত্রাসীরা।

হামলায় আহত হন ৮ নং চাঁদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির মূল দলের সহ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল এর বরিশাল সদর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হাওলাদার।

আহত মিরাজ বন্দর থানাধীন রায়পুরা গ্রামের বাসিন্দা কালাম হাওলাদারের ছেলে ও বিএনপি’র নেতা। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিএনপি নেতার উপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।

আহত সূত্রে জানা যায়, প্রতিপক্ষরা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এলাকায় সাধারণ মানুষের উপর অত্যাচার চালায় ও সাধারণ মানুষকে জিম্মি করে হয়রানি, চাঁদাবাজি, জমি দখল সহ নানা অপকর্ম করে আসছিল।

গতবছর ৫ ই আগস্ট আওয়ামী লীগের পতন হলেও তারা এলাকায় আধিপত্য ধরে রেখে একাধিক অপকর্ম করে। ঘটনা দিন পহেলা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী সুন্দরভাবে আয়োজন ও সফল করা নিয়ে চায়ের দোকানে বসে আলোচনা করছিল এই বিএনপি নেতা। এত ক্ষিপ্ত হয় পূর্ব পরিকল্পিতভাবে শামীম হাওলাদার হানিফ হাওলাদার বশির সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। এসময় ডাক চিৎকার শুনে খলিল খান ও নান্টু হাওলাদার বাঁচাতে ছুটে আসলে তাদেরকে মারধর করে।

পরে স্বজনরা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে ভর্তি করে। মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে বন্দর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান আহতের স্বজনরা।

Auto House

Leave A Reply

Your email address will not be published.