Take a fresh look at your lifestyle.

বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদকঃ
গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা,শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নষ্ট করা সহ সারাদেশে আইন শৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

১৪জুলাই,সোমবার সকাল ১১টায় নগরীর বিএম কলেজ থেকে বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের হয়।

এসময় বক্তৃতা দেন, সভাপতি রেজাউল করিম রনি মহানগর ছাত্রদলের সহসভাপতি তরিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্রদলসহ বিএনপি জনগণের অধিকার আদায়ে প্রকাশ্যে রাজনীতি করে আসছে। কিন্তু বর্তমানে দেশের আইন শৃংখলা পরিস্থিতির অবনতি করতে গোপন সংগঠনের মাধ্যমে অপতৎরতা চালাচ্ছে একটি গোষ্ঠী। তারা দেশে মব তৈরির অপচেষ্টাসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করে তুলেছে। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই ছাত্রদল দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে বলে জানান বক্তারা।

বিক্ষোভ মিছিলটি বিএম কলেজ থেকে শুরু করে এরপর সিএন্ডবি রোড হয়ে চৌমাথায় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ করে নেতাকর্মীরা।

Auto House

Leave A Reply

Your email address will not be published.