Take a fresh look at your lifestyle.

বরিশালে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা পার্ক ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর

২০

স্টাফ রিপোর্টারঃ বরিশালে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের নামে নির্মিত পার্ক অপসারণের লক্ষ্যে ভাঙচুর চালিয়েছে ছাত্র সমাজ। একই সময়ে বরিশাল প্রেসক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালেও ভাঙচুর চালানো হয়।

৬ ফেব্রুয়ারি,বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দর উপস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ ভাঙচুরে অংশগ্রহণ করে।

শিক্ষার্থীরা জানিয়েছে, জনগণের টাকা আর রাষ্ট্রের টাকা একই জিনিস। কিন্তু জনগণের সেই টাকা ব্যয় করার আগে একবারও মতামত নেওয়া হয় না। বরিশাল নগরের চৌমাথা এলাকায় জনগণের আপত্তির মুখে সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মহাসড়ক ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের জায়গা দখল করে একটি পার্ক নির্মাণ করেন। রাষ্ট্র বা জনগণের টাকা ব্যয় করে নির্মিত সেই পার্কের নাম দেয় তার মায়ের নামে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, এই পার্কের কারণে বরিশাল-ঢাকা মহাসড়ক সরু হয়ে গেছে। ফলে তীব্র যানজট সৃষ্টির পাশাপাশি প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে। তাই আমরা এটিকে এখান থেকে অপসারণের কথা বিভিন্ন দপ্তরকে বলে আসছি কিন্তু তারা তাতে ভ্রূক্ষেপ করেননি। আজ তাই ছাত্র সমাজ উদ্যোগ নিয়ে বিকেল ৪টা থেকে পার্কটির বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে এটি অপসারণের উদ্যোগ নিয়েছে।

এদিকে শিক্ষার্থীদের এ উদ্যোগে সাধুবাদ জানিয়ে স্থানীয়রাও ভাঙচুরে শামিল হন। বিকেল ৩টার দিকে বরিশাল প্রেসক্লাব প্রাঙ্গণে থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে শিক্ষার্থীরা। যদিও ৫ আগস্টের ভাঙচুরে ঘটনায় ম্যুরালের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। এখানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার সরকারের কোনো নিদর্শন বাংলার মাটিতে রাখা হবে না। আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত ছাত্রসমাজের নতুন এ কর্মসূচি চলমান থাকবে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.