Take a fresh look at your lifestyle.

বরিশালে ভিটামিন এ ক্যাপসুল অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

১০

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর ৩০ টি ওয়ার্ডে দুইশত ২০টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুলের ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১২টায় বরিশাল সিটি কর্পোরেশনে আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সভাকক্ষে ভিটামিন-এ ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন, প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ রেজাউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশন ও বিভাগীয় কমিশনার, প্রশাসক, মোঃ রায়হান কাওছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন, ডাঃ পল্লবী সুলতানা, ডা. খন্দকার মঞ্জুরুল ইমাম (শুভ্র), গণমাধ্যম কর্মী প্রমূখ।

স্বাস্থ্য কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন, ডাঃ পল্লবী সুলতানা জানান, রাতকানা রোগ থেকে মুক্তির লক্ষ্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুর জন্য অতি জরুরী একটি ভিটামিন। ভিটামিন এ প্লাস এর অভাবে দৃষ্টিশক্তি হারায়। এবারের ক্যাম্পেইনের মাধ্যেমে শতভাগ শিশুর দৃষ্টিশক্তি সঠিক এবং রাতকানা রোগ মুক্ত করার লক্ষ্যে আগামী ১৫ মার্চ শনিবার বরিশাল সিটি কর্পোরেশনে দুইশত ২০ টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন “এ”ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরো জানান, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসে ডেলিভারী প্রকল্প, বেসরকারী প্রতিষ্ঠান এফপিএবি, সূর্যের হাসি ক্লিনিক, ব্র্যাক, চন্দ্র দ্বীপ, উদয়ন পাঠাগার, সিডিসি, গার্লস গাইড, ওআরডিপি, সদর হাসপাতাল, শের-ই-বাংল মেডিকেল কলেজ হাসপাতাল, ওডিপি, মেরি স্টোপস ক্লিনিক, সেন্ট এ্যানেস মেডিকেল সেন্টার, প্রিয়সী বাংলাএবং স্কুলের শিক্ষক সহ মোট ১৬ টি প্রতিষ্ঠানের ৫০০ জন কর্মী উক্ত কার্যক্রমে অংশগ্রহন করবেন। প্রতিটি কেন্দ্র সকাল ৮ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত খোলা থাকবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এ বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৮,৫০০ জন শিশুকে এবং ১২ মাস থেকে থেকে ৫৯ মাস বয়সের ৪৯,৯৬০ জন শিশুকে ভিটামিন”এ”ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

প্রশংগত, এই ক্যাম্পেইনে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বাড়ী-বাড়ী পরিদর্শনের মাধ্যমে ভিটামিন “এ”এ ক্যাপসুল খাওয়ানো হবে না। ভিটামিন এ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ন নিরাপদ। তবে ভরা পেটে খাওয়া ভাল। যদি কোন শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে থাকে সেই শিশুকে ক্যাম্পেইনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। প্রতিটি কেন্দ্রে ২ জন করে কর্মী থাকবেন। ক্যাম্পেইন কার্যক্রম অনলাইনে সুপারভিশন হবে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.