Take a fresh look at your lifestyle.

বরিশালে মাদকদ্রব‌্যসহ আটক ৫

১৭৬

নিজস্ব প্রতিবেদক : ব‌রিশা‌লে পৃথক অভিযানে ২ শত পিস ইয়াবা ট্যাবলেট ও সা‌ড়ে ৬ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

বৃহস্প‌তিবার রাতে নগর গোয়েন্দা পুলিশ কাউনিয়া থানাধীন চরবাড়িয়ার উত্তর লামচরি এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকার বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম সবুজ ও পার্শ্ববর্তী চরমোনাই ইউনিয়নের মক্রম প্রতাপ গ্রামের মোঃ কাওসার মিয়াকে ২ শত পিচ ইয়াবা ট্যাবলেট ও ৬ শত গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

অপরদিকে রা‌তে কোতোয়ালি মডেল থানার একটি টিম নগরীর ক‌বি জীবনানন্দ দাশ সড়ক এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা জেলার ব্রাক্ষ্মনপাড়া থানাধীন আনন্দপুর এলাকার আবুল কালাম আজাদকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।

পরবর্তীতে তার দেয়া তথ্যানুযায়ী সোনালী আইসক্রিমের মোড় নামক এলাকায় অভিযান চালিয়ে মিজানুর ও দেলোয়ার আকন হাওলাদারকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। এদের মধ্যে মিজানুর কুমিল্লা জেলার ব্রাক্ষ্মনপাড়া থানাধীন আনন্দপুর এলাকার বাসিন্দা এবং দেলোয়ার আকন হাওলাদার বরিশাল নগরের সোনালী আইসক্রিমের মোড় নামক এলাকার বাসিন্দা।

এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রী।

Auto House

Leave A Reply

Your email address will not be published.