Take a fresh look at your lifestyle.

বরিশালে মোহামেডান ক্লাব রক্ষা কমিটির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ
মোহামেডান ক্লাব ফিরিয়ে দেওয়ার দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে। ক্লাব রক্ষা কমিটির উদ্যোগে মোহামেডান ক্লাব চত্বরে বুধবার বেলা ১১টায় এই মানববন্ধন হয়।

মানববন্ধন শেষে কমিটির নেতারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব রক্ষা কমিটির সভাপতি মীর আমিনুদ্দিন মোহন। বক্তব্য দেন ক্লাব রক্ষা কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম খান, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, পরিবেশবিদ কাজী মিজানুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ৮০ বছরের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব বরিশালের ক্রীড়াঙ্গনের একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। এই ক্লাবের জমি এস এ খতিয়ান, বি এস খতিয়ানের পর্চা আছে। কোন কারণ দর্শানো ছাড়া বরিশাল সিটি কর্পোরেশন গত ১১ জানুয়ারি এই ক্লাব উচ্ছেদ করেছে তা শতভাগ অবৈধ ও ন্যাক্কারজনক।

ক্রীড়া প্রতিষ্ঠান সচল না থাকলে সেটা সচল করার জন্য কর্তৃপক্ষ প্রণোদনা দিতে পারে, কোনভাবেই উচ্ছেদ করতে পারেনা। তাই অবিলম্বে ক্লাবকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানান।

 

Leave A Reply

Your email address will not be published.