নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার মুলাদী উপজেলায় স্ত্রীকে হত্যা করে লাশ গুমের দায়ে স্বামী সোহরাব হোসেন আকনকে (৩৫) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
০৫ অক্টোবর,রবিবার দুপুরে বরিশাল নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। একই আদেশে মরদেহ গুমের দায়ে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান।দণ্ডপ্রাপ্ত সোহরাব হোসেন আকন (৩৫) বরিশালের মুলাদী উপজেলার তয়কা গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেচুর রহমান বাচ্চু বলেন, ঘটনার ৪ মাস আগে আসামি সোহরাব ভূক্তভোগী নারীর আগের স্বামীকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তালাক দিতে বাধ্য করে দণ্ডপ্রাপ্ত সোহরাব। এরপর ভূক্তভোগী নারীকে বিয়ে করেন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। বিয়ের পর থেকে সে ২ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন তিনি। টাকা না দেয়ায় আসামি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ভূক্তভোগীকে মারধর ও হয়রানি করতে থাকে। এর একপর্যায়ে ২০১৩ সালের পহেলা ডিসেম্বর ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ গুম করে।
এ ঘটনায় ভিকটিমের বোন ডলি বেগম বাদী হয়ে একই বছরের ১৩ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন। পরে ঘটনার তদন্তে পুলিশ আসামির সম্পৃক্ততা পেয়ে চার্জশিট প্রদান করে। এই ঘটনায় রোববার ১১ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।
রায় ঘোষণা শেষে আসামিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।