Take a fresh look at your lifestyle.

বরিশালে ০৮টি প্রতিষ্ঠানকে জরিমানা

১১৩

 

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ৮ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল বাজারে রোববার জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এই অভিযান চালানো হয়।

এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ, মূল্য তালিকা না থাকা, খাদ্যে ভেজাল ও অপরিছন্ন থাকায় অর্থদন্ড দেওয়া হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক সুমি রানী মিত্র।

তিনি জানান, ভেজালবিরোধী অভিযান চালিয়ে শহীদ মেডিকেল হলকে ৩ হাজার টাকা, ভাইভাই ষ্টোরকে ২হাজার টাকা, নিমাই মিষ্টান্ন ভান্ডার ২ হাজার টাকা, রহমত ষ্টোরকে ৪ হাজার টাকা, সুমন মিয়াকে ২ হাজার টাকা, মায়ের দোয়া ভ্যারাইটিজ ষ্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং হ্যান্ড মাইকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

Auto House

Leave A Reply

Your email address will not be published.