নিউজ ডেস্ক : বরিশাল নগরির লঞ্চঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে ০৮ কেজি গাঁজা সহ এক দম্পতি কে আটক করেছে ডিবি পুলিশ।
 
 ২৮ মার্চ, সোমবার বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
 
 
 গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মার্চ,রবিবার সন্ধ্যায়  নগর গোয়েন্দা বিএমপির একটি টিম নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ০৯ নং ওয়ার্ডস্থ একতলা লঞ্চ ঘাটে প্রবেশের মূখে  অভিযান পরিচালনা করেন।
 
		সম্পর্কিত পোস্ট
	
			অভিযান পরিচালনাকালে, চট্টগ্রামের কদমতলী বাসস্ট্যান্ড এলাকার মনা হাজ্বীর বাড়ীর ভাড়াটিয়া মোঃ নাজমুল আলম প্রকাশ রাজু (২৯) ও তার স্ত্রী  মোসাঃ হালিমা বেগম (২৫)
 কে ০৮ কেজি গাঁজা সহ আটক করেন এবং মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি   মোবাইল ফোন সেট জব্দ করেন ডিবি পুলিশ।
 
 
 এসময় অপর সহযোগী কুমিল্লা জেলার , বুড়িচং থানার দেবপুর এলাকার বাসিন্দা মোঃ শামীম (৩৫)  ঘটনাস্থল হইতে পালিয়ে যায়।
 
 
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
						
			
				
						