Take a fresh look at your lifestyle.

বরিশালে ১৫ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে আর্মড পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

৭২

বরিশালে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক করবারীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ অক্টোবর) বরিশাল নগরির কালিজিরা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

এ সময় মাদক বহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

আটকৃতরা হলেন- সিলেট মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানাধীন শেখঘাট খাসিটোলা এলাকার কামাল মিয়ার ছেলে সুমন মিয়া (৩৭) ও বরিশাল নগরির ১৪ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেক হাওলাদারের ছেলে মো. শাহিন (৩৫)।

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পাশাপাশি বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.