Take a fresh look at your lifestyle.

 বরিশালে ৯দফা দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

৩১

নিজস্ব প্রতিবেদকঃ  ৯দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওষুধ উৎপাদনকারী কোম্পানি অপসোনিন ফার্মার শ্রমিকরা।

১৭ আগস্ট,শনিবার সকাল ১০টি থেকে দুপুর ১২ টা পর্যন্ত বরিশাল নগরির রুপাতলী শহিদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

শ্রমিকরা বলছেন, বেতন-বোনাস বাড়ানো, অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করা জোর করে ওভারটাইম করানো সহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মে ফিরবেন না। তারা বলছেন, ন্যায্য দাবির কথা তুলে ধরলেই কোম্পানির কর্মকর্তারা তাদের চাকুরিচ্যুত করেন নয়তো নানানভাবে চাপে রাখেন। কিন্তু তারা বুঝতে চান না যে শ্রমিকের পরিশ্রমের কারণেই লাভের মুখ দেখছে কোম্পানি। সর্বশেষ গত ১৫ আগস্ট অবস্থান কর্মসূচি পালন করতে গেলে শ্রমিকদের দাবি মানার কথা না বলে ভয়ভীতি দেখাতে শুরু করেন।

জেলা বাসদের সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী জানান, গত কয়েকদিন ধরে অপসোনিন অপসোনিন ফার্মা লিমিটেড এর শ্রমিকরা তাদের অন্যায়ভাবে ছাঁটাই বন্ধ করাসহ ৯ দফা ন্যায্য দাবির কথা তুলে ধরছেন কর্তৃপক্ষের কাছে। বরিশাল নগরের বগুরা রোডে অপসোনিন ফার্মার কারখানার শ্রমিকরা এর আগে ১৫ আগস্ট অবস্থান কর্মসূচিও পালন করেন। তবে দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষ কোনো ভূমিকা না রাখায় কোম্পানির সব কয়টি ইউনিটের শ্রমিকরা আজ সড়কে নেমেছে।

পরে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা পার্শ্ববর্তী একটি তেলের পাম্পে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার পরে দাবি মেনে নেয় কর্তৃপক্ষ
এমন ঘোষণার পর শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কাজে যোগ দেন।

 

 

 

 

Auto House

Leave A Reply

Your email address will not be published.