Take a fresh look at your lifestyle.

বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত সকাল ৮টায়

১৭

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ঈদের নামাজের পেষ ইমামের দায়িত্ব পালন করেবেন কোর্ট জামে মসজিদের ইমাম আবদুল্লাহ আল মামুন।

নগরীর প্রধান ঈদের জামাতের জন্য কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সকল প্রস্ততি সম্পন্ন করেছে বরিশাল সিটি কর্পোরেশন।

 

বিসিসি সূত্রে জানায়,ঈদগাহ ময়দানের প্যান্ডেল প্রস্তুতি করা হয়েছে। এখানে একত্রে পাঁচ হাজার মুসুল্লী নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি নগরীর বেশ কয়েকটি মসজিদে দুটি করে ঈদের জামায়াত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই ঈদগাহ ময়দানে প্রতিবছর সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বর্তমান ও সাবেক সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতাকর্মীরা মিলিত হবেন।

দ্বিতীয় জামাতের মধ্যদিয়ে বরিশাল নগরীতে সর্বশেষ ঈদের জামাত সকাল ১০টায় কেন্দ্রীয় কসাই জামে মসজিদ, জামে এবায়েদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে। এরআগে সকাল ৮ টায় ও ৯ টায় এ সকল মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সদররোডের বায়তুল মোকাররম মসজিদ, পোর্টরোডের কেরামতিয়া জামে মসজিদে দুটি করে ঈদের জামায়াতের আয়োজন করা হয়েছে।

নগরীর দক্ষিন আলেকান্দা আলহাজ ইউছুমদ্দিন জামে মসজিদ, নবগ্রাম রোড ঈদগাহ জামে মসজিদ, আদালত পাড়া জামে মসজিদ, টিএন্ডটি মসজিদে সকাল ৮ টায় এবং মুসলিম গোরস্থান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, বালুর মাঠ জামে মসজিদে সাড়ে ৮টায়, অক্সফোর্ড মিশন রোড বাইতুন নূর ইদ্রিসিয়া জামে মসজিদে সকাল সোয়া ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে ঈদের দিন বৃষ্টি হলে ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে না পারা গেলে, সেক্ষেত্রে স্ব-স্ব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

Auto House

Leave A Reply

Your email address will not be published.