Take a fresh look at your lifestyle.

বরিশাল কেন্দ্রীয় কারাগারে ভুয়া গোয়েন্দা সংস্থার সদস্য আটক

২২

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি এক আসামির সঙ্গে দেখা করতে গিয়ে মেহেদী হাসান শাওন নামে এক ভুয়া গোয়েন্দা সংস্থার সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে বরিশাল কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

২৩আগস্ট,শনিবার সকালে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান। এই সময় তার কাছ থেকে ১টি ওয়াকিটকি,১টি মোটরসাইকেল ও ২ টি মোবাইল সব বেশ কিছু কাগজপত্র হেফাজতে নেয়া হয়।

সিনিয়র জেল সুপার মঞ্জুর বলেন, শুক্রবার বিকেল ৩টায় মেহেদী জেলে বন্দি থাকা শিক্ষার্থী হুসাইন আল সোহানের সঙ্গে সাথে দেখা করতে চায়। পরে তাকে শনিবার সকালে আসতে বলা হয়। সকালে কারাগারে এসে তিনি নিজেকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য হিসেবে পরিচয় দেয়। সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা হয়। এই সময় মেহেদীর কাছে আইডি কার্ড দেখতে চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি। পরে জানা যায় তিনি ভূয়া ডিজিএফআই। বিষয়টি স্বীকার করে মেহেদী হাসান শাওন জানান তিনি ভুল করেছেন।

আটক মেহেদী হাসান শাওন বরিশাল সদর উপজেলার ডেফুলিয়া গ্রামে ফিরোজ আলমের ছেলে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে তিনি ২০২৪ সালে এক মামলায় কারাগারে ছিলেন। জেল কর্তৃপক্ষ এই ঘটনায় মামলা করবে। পাশাপাশি পুলিশের কাছে প্রতারককে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এদিকে ভূক্তভোগীদের অভিযোগ, মেহেদী হাসান শাওন নিজেকে কখনও ডিজিএফআই, কখনও বিজিবি আবার কখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে নানা প্রতারণা করে আসছিল। চাকরি দেওয়ার প্রলোভনসহ বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। এমনকি ক্ষোদ গোয়েন্দা সংস্থার সদস্যরাও তাকে আইনের আওতায় আনতে কাজ করছিল। সবশেষ প্রতারণা করতে আসলে তাকে কারা কর্তৃপক্ষ আটক করে। তবে কি কারণে শিক্ষার্থী হুসাইন আল সোহানের সাথে দেখা করতে আসছিল সে বিষয়ে কোন কথা বলেননি ভুয়া গোয়েন্দা সংস্থার সদস্য মেহেদী।

Auto House

Leave A Reply

Your email address will not be published.