Take a fresh look at your lifestyle.

বরিশাল জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে নবাগত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে নবাগত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন এর সাথে বরিশাল জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর,বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ আহসান হাবিব, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীনসহ বরিশাল জেলার সকল সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

শুরুতে পরিচিত পর্ব অনুষ্ঠিত হয় পরে বরিশাল জেলাকে নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরিশেষে সংক্ষিপ্ত এক আলোচনা অতিথিরা বরিশাল বিভাগ ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

পরে দুপুর ১২ টায় নবাগত বরিশাল জেলা প্রশাসক  মোঃ খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

Auto House

Leave A Reply

Your email address will not be published.