নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠনসহ বিভিন্ন দাবিতে ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে ।
৫ মে,সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ মানববন্ধন কর্মবিরতি পালন করা হয়।
এসময় বক্তারা বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় অধীনস্থ আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভূক্ত করা করার দাবি জানান।
সম্পর্কিত পোস্ট
এছাড়া বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদসৃষ্টি করে যোগ্যতা ও জেষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ণের দাবি জানান তারা।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বরিশাল জেলা এবং বিভাগের সভাপতি এস.এম হেদায়েতুন্নবী জাকিরের সভাপতিত্বে জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা পরিমল চন্দ্র রায়, বেঞ্চ সরকারি কামরুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির তারিকুল ইসলাম, বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক সোহাগ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বরিশাল শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান।