Take a fresh look at your lifestyle.

বরিশাল নগরীতে নকল প্রসাধনী বিক্রির সময় আটক-০৩

৩৪

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীতে অভিযান চালিয়ে নকল প্রসাধনী বিক্রির সময়ে ৩জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতার তিন জনকে জরিমানা ও কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

৫ মে,সোমবার দুপুরে নগরীর পোর্ট রোডের হোটেল সি-প্যালেস থেকে নকল প্রসাধনী সহ তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন জানান,দেশি-বিদেশি নামিদামি কোম্পানির লোগো ব্যবহার করে নকল প্রসাধনী তৈরি শেষে বিক্রির সময় ৩জনকে আটক করা হয়েছে।

এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহরুখ আলম শান্তনু গ্রেফতার ৩জনকে একমাসের কারাদন্ড দেন।এসময় তিনজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ননগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে হৃদয় মিয়া, একই এলাকার মনু মিয়ার ছেলে শাহজালাল মিয়া ও রইছ মিয়ার ছেলে শফিক মিয়া।

পুলিশ ইন্সপেক্টর ছগির হোসেন বলেন, অভিযুক্তরা ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এসব নকল প্রসাধনী তৈরি করে বরিশাল নিয়ে এসে তা হোটেলে বসে খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করছিল। এই চক্রটি দীর্ঘদিন ধরে এসব নকল প্রসাধনী বিভিন্ন জেলায় বিক্রি করতো। তাদের কারণে প্রতারিত হচ্ছিল সাধারণ জনগণ। গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নকল প্রসাধনী জব্দ করি। এসময় আটক তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বিচারক তাদের এক মাস করে কারাদন্ড ও জরিমানা করেন।

Auto House

Leave A Reply

Your email address will not be published.