Take a fresh look at your lifestyle.

বরিশাল বিভাগকে গৃহহীন শূন্য করার চেষ্টা চলছে – সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই বরিশাল বিভাগকে গৃহহীন শূন্য ঘোষণা করার চেষ্টা চালাচ্ছে সরকার। এখন খুঁজে খুঁজে বের করা হচ্ছে এলাকায় কারা গৃহহীন, ভূমিহীন আছে।
৭জুন,মঙ্গলবার  বরিশাল বিভাগের ৪ জেলার অংশগ্রহনে নগরীর সার্কিট হাইজে বরিশালে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চলমান গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, আশ্রয়ণ-২ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহদুদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব মো. কায়ছারুল ইসমাল, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ বিভাগের সরকারি কর্মকর্তারা এই কর্মশালায় উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি জানান, বরিশাল বিভাগে ২২ হাজার গৃহহীনের নাম উঠে এসেছে। এদের মধ্যে ১৬ হাজার ৫শ’ গৃহহীনকে ঘর হস্তান্তর করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে কাজ শেষ হলে বাকি সাড়ে ৫ হাজার মানুষকেও ঘর হস্তান্তর করা হবে।
সেইসাথে বরিশাল বিভাগের আশ্রয়ণ প্রকল্পের কাজে কোন অনিয়মের অভিযোগ আসেনি বলেও জানান তিনি।
 শুরুতে আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.