Take a fresh look at your lifestyle.

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সভাপতি মোশাররফ সম্পাদক শান্ত

নিজস্ব প্রতিবেদকঃ প্রথমবারের মত বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)তে নির্বাচনের মাধ্যমে ছাত্রদলের কমিটি হয়েছে। ২৩৯ জন ভোটারের দেয়া ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান।

শনিবার (৬ ডিসেম্বর ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ববি ক্যাম্পাসের টিএসসিতে এ ভোটগ্রহণ হয়।

নির্বাচনে ০৩টি পদের বিপরিতে ১০ প্রার্থী অংশ নেন। এতে ছাত্রদলের মোট ২৩৯ ভোটারের সকলেই ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণের পর গণনা শেষে দুপুর ২টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নিজাম উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে ৫ জন প্রার্থীর মধ্যে ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন মোশাররফ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক আহমেদ ভোট পেয়েছে ৮৬টি। সাধারণ সম্পাদক পদে ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আরিফ হোসাইন শান্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইত্তেসাফ আর রাফি ১০৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন পেয়েছেন ৭১ ভোট।

নির্বাচন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী রেজা শরীফ বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কাউন্সিলের মধ্যদিয়ে কমিটি গঠিত হয়েছে। নতুন নেতৃত্বে যারা আসছে আশা করব তারা সুন্দরভাবে শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে এগিয়ে নিয়ে যাবে।

প্রধান নির্বাচন কমিশনার নিজাম উদ্দিন বলেন, আজকের এই নির্বাচন ছাত্ররাজনীতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। নির্বাচিত নেতৃবৃন্দকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদযাপন করতে হবে। দেশনেতার নির্দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধি নির্বাচন করা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গতঃ ২০১১ সালে ববি প্রতিষ্ঠার পর ২০১৬ সালে প্রথম ছাত্রদলের যে কমিটি গঠিত হয় তা ছিল মনোনিত ব্যক্তিদের নিয়ে। এবারই প্রথম সদস্যদের সরাসরি ভোটে এখানে কমিটি গঠন করা হলো।

Auto House

Leave A Reply

Your email address will not be published.