Take a fresh look at your lifestyle.

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসচালক পটুয়াখালীতে গ্রেপ্তার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী বাস চাপায় নিহত

২৯

স্টাফ রিপোর্টার : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক কে পটুয়াখালী খাসেরহাট গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন। গ্রেপ্তার জামিল হোসেন (২৭) নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসচালক। তিনি পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামের হায়দার আলির ছেলে।

পুলিশ কমিশনার জানান, রাত ১১টায় বাসচালককে পটুয়াখালী খাসেরহাট গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনের মাধ্যমে যথাযথ শাস্তির আওতায় আনা হবে।

গত বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টায় ববির সামনে নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসচাপায় শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম নিহত হন। সে ববির ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।

এদিকে সন্ধ্যা ৬টা থেকে বরিশাল-কুয়াকাটা- বরগুনা-ভোলা আঞ্চলিক মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ করে রাখা শিক্ষার্থীরা চলে গেছে। রাত ১০টার দিকে তারা চলে যাওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছে।

 

Auto House

Leave A Reply

Your email address will not be published.