Take a fresh look at your lifestyle.

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কুয়াশা উৎসব’র আয়োজন

২১

নিজস্ব প্রতিবেদকঃ
শীতের কুয়াশার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও উপভোগ্য করে তুলতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য কুয়াশা উৎসব ‘কুহেলিকা’র আয়োজন করা হয়েছে।

৩১ জানুয়ারি,শুক্রবার ববির মুক্তমঞ্চে বিকাল চারটা থেকে শুরু হবে এক দিনব্যাপী ‘কুহেলিকা শীত উদযাপন ও পিঠা উৎসব-১৪৩১’।

এ দিন ববির বাংলা বিভাগের শিক্ষার্থীরা ময়মনসিংহ গীতিকার মহুয়ার পালা মঞ্চস্থ করবেন। এছাড়াও নাচ, গান, কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে। পাশাপাশি একাধিক দোকানে থাকবে পিঠা-পুলির পসরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মৃত্যুঞ্জয় বলেন, কুয়াশাকে নিয়ে এ ব্যতিক্রমী আয়োজন আমাদের জ্ঞানকের পরিধিকে আরও বৃদ্ধি করবে। প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগের পাশাপাশি বাঙলার ঐতিহ্য ফুটে উঠবে আমাদের এ আয়োজনে।

ববির বাংলা বিভাগের প্রভাষক তাইয়্যেবুন নাহার মিমি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ষা যেমন যাপন করে, শরৎকেও উদযাপন করে; প্রতিবার বসন্তেও মাতে সবাই। এবার বাংলার শিক্ষার্থীরা প্রাণবন্ত হয়ে কুয়াশাবরণ করবে, এই উৎসবের চমৎকার আয়োজনে ওদের সঙ্গে শিক্ষকরাও প্রাণখোলাভাবে যুক্ত হচ্ছি। বাংলা বিভাগ সবসময়ই কিছুটা অন্যরকম করে সবকিছু উপস্থাপন করতে চায়। এবারের সংযোজন সম্পূর্ণভাবে দেশীয় ভাষা, সুর আর দেশীয় অনুষঙ্গের মিশেল। সংস্কৃতিকে এগিয়ে নিতে নিজেদের শেকড়লগ্ন ঐতিহ্যগুলোর প্রাতিষ্ঠানিক উদযাপন খুব জরুরি। তেমনই একটি আয়োজন হবে বলে আশা করছি।

Auto House

Leave A Reply

Your email address will not be published.