Take a fresh look at your lifestyle.

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য ড.তৌফিক আলমের যোগদান

৩৭

নিজস্ব প্রতিবেদকঃ
নবনিযুক্ত উপাচার্য (অন্তর্বর্তীকালীন) ড. মো. তৌফিক আলম বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যোগদান করেছেন।

১৫মে,বৃহস্পতিবার বিকালে তিনি যোগদান করেছেন বলে নিশ্চিত করেছেন ববির জনসংযোগ বিভাগের উপপরিচালক ফয়সাল মাহমুদ রুমি।

তিনি বলেন, তিনি দুপুরে ববিতে পৌঁছেছেন। বিকালে তিনি দাপ্তরিকভাবে যোগদান করেছেন।

যোগদানের পরপরই শিক্ষার্থীদের সাথে কথা বলেন উপাচার্য ড. তৌফিক আলম। তিনি বলেন,আমি যেহেতু বরিশালের বাইরে থেকে এসেছি- প্রথমেই আমার জানা দরকার, বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সর্ম্পকে। আমি সিদ্ধান্ত নিয়েছি, বিভাগভিত্তিক সকলকে নিয়ে বসব। বসলে সমস্যাগুলো চিহ্নিত হবে।একইসাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সৌহাদ্যপূর্ণ পরিবেশ যেন বজায় থাকে সে ব্যাপারেও সচেষ্ট থাকব।

এর আগে শিক্ষার্থীদের ২৯ দিনের টানা আন্দোলনে গত মঙ্গলবার রাতে উপাচার্য ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দেয় মন্ত্রণালয়। ড. শুচিতা শরমিনকে তার পূর্ববর্তী পদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক পদে পুনর্বহাল করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্ব দেয়া হয়।

Auto House

Leave A Reply

Your email address will not be published.