Take a fresh look at your lifestyle.

বরিশাল সিটির হোল্ডিং ট্যাক্স মানুষের সহনীয় পর্যায়ে করা হবে-খোকন সেরনিয়াবাত 

১৭
নিজস্ব প্রতিবেদকঃ  বরিশাল সিটিতে সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে অতিরিক্ত মাত্রার ট্যাক্স বসিয়ে দিয়ে।নির্বাচিত হতে পারলে হোল্ডিং ট্যাক্স মানুষের সহনীয় পর্যায়ে করা হবে।
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে রবিবার বিকেল সাড়ে ৫টায় বরিশাল মহানগর আওয়ামীলীগ ২ নং ওয়ার্ড শাখা আয়োজিত নগরীর কাউনিয়া মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত একথা বলেন ।
তিনি বলেন একটি আধুনিক সমৃদ্ধশালী মহানগরী হিসেবে সুপরিকল্পিতভাবে নগরায়ণের মাধ্যমে নতুন বরিশাল হিসেবে দৃষ্টান্ত হিসেবে সারা দেশের মধ্যে ফুটিয়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাবেন। যেভাবে বিদ্যুৎ পানি ২৪ ঘন্টা পাওয়া যায় ঠিক তেমন করেই আমি নির্বাচিত হলে নাগরিকরা ২৪ ঘন্টাই সেবা পাবে। আমি শতভাগ চেষ্টা করবো বরিশালের জন্য বরিশাল নগর বাসীর জন্য একটি উন্নত আধুনিক সমৃদ্ধশালী বরিশাল নগর গড়তে। সকলকে নিয়েই নতুন বরিশাল গড়ার লক্ষ্যে উন্নয়নের নৌকা মার্কায় ভোট দিয়ে নগরবাসিদের সকল সমস্যা গুলো সমাধান করার সুযোগ চেয়ে উপস্থিত সকলের নিকট দোয়া এবং ভোট প্রদান করার আহবান জানান।
নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রেজাউল হক হারুনর সভাপতিত্বে  উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এ্যাডঃবলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডঃআফজালুল করীম,সহ-সভাপতি এ্যাডঃ কেবিএস আহমেদ কবির, বাংলাদেশ বার কাউন্সিল এর হাউস কমিটির চেয়ারম্যান এ্যাডঃ আনিছ উদ্দিন আহমেদ শহীদ,জাতীয় পার্টি (জেপি) বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন সুলতান, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু,বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান খান,কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ এর সদস্য অসীম দেওয়ান,বরিশাল বিএম কলেজ বাকসুর সাবেক ভিপি মোঃমঈন তুষার সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

Leave A Reply

Your email address will not be published.