Take a fresh look at your lifestyle.

বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারিত হবে গণভোটের মাধ্যমে-আলী রীয়াজ

স্টাফ রিপোর্টারঃ  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা কী হবে তা গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে। অতিতে যে সমস্ত গণভোট হয়েছে, তাতে আগে সিদ্ধান্ত নেয়া হয়েছে, পরে সম্মতি চাওয়া হয়েছে। এবার আগে সম্মতি চাওয়া হচ্ছে পরে তা বাস্তবায়নের ব্যবস্থা করা হচ্ছে- এটা হচ্ছে পার্থক্য।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর বেলসপার্ক মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, অনেকে বলে- গণভোটের মার্কা কি? উত্তর হচ্ছে- গণভোটের মার্কা হচ্ছে টিকচিহ্ন। ওইটাই গণভোটের মার্কা, যদি আপনি হ্যা বলতে চান তাহলে ওই মার্কায় ভোট দিতে হবে। আপনাদের রাজনৈতিক মতপার্থক্য, বিশ্বাস, ভিন্ন দল থাকবে- সেটার জন্য জাতীয় সংসদ নির্বাচনের সাদা রঙের ব্যালট। আর গোলাপী রঙের ব্যালটটি হচ্ছে গণভোটের।

আলী রীয়াজ আরও বলেন,বাংলাদেশের ১৩ কোটি ভোটারের হাতে চাবির মত করে তুলে দেয়া হচ্ছে। এই চাবি দিয়ে দরজা খুলুন, দরজার খোলার পর ভবিষ্যতে দলমত ধর্মবিশ্বাস সমস্ত কিছুকে নিজেদের মত রেখে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এমন রাস্ট্র প্রতিষ্ঠা করি যার প্রতিশ্রুতি করেছিলাম ১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের। আসেন আমরা সকলে মিলে সেই চেষ্টায় সামিল হই।

আলী রীয়াজ আরও বলেন, আসেন একবার সকলে মিলে বলি, ‘এ রাষ্ট্রের মালিক আমরা (জনগণ), আমরা এর ভবিষ্যৎ ঠিক করে দেব’। এইটাই সুযোগ, এই সুযোগ প্রতিদিন আসবে না। প্রকৃতপক্ষে- এ সুযোগ প্রতিদিন না আসাই ভালো। সকলে মিলে রাস্ট্রের ভবিষ্যতের পথরেখা নির্ধারণের জন্য- আমাদের প্রতিনিধিদেরকেই বলি- যে দেশটা এভাবে চালালে আমরা ভাল ভবিষ্যৎ দেখতে পাই। প্রতি পাঁচ বছরে প্রতিনিধি বদল হবে, অথবা হবে না, একই দল হয়তো জিতবে। সংখ্যাগরিষ্ট জনগণ যদি তা চান অবশ্যই তা থাকতে পারবে গণতন্ত্র তাই বলে। কিন্তু তাদেরকে পাঁচ বছরের বাইরেও যে ভবিষ্যতের রাস্তা, সেই রাস্তাটা যেন বলে দিই সকলে মিলে।

বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন প্রমুখ।

Auto House

Leave A Reply

Your email address will not be published.