অনলাইন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা আয়নাঘর তৈরি করেছে, যারা গুম, খুন করেছে তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই।
শনিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল অডিটরিয়ামে আয়না ঘরের সাক্ষী, গুম জীবনের আট বছর’- নামক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, এই দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগের দোসরদের যেখানেই পাওয়া যাবে, তাদের ধরে থানায় সোপর্দ করার আহ্বান জানান। এদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনারও দাবি করেন সাদিক কায়েম।
সাদিক কায়েম জানান, জার্মানিতে যেভাবে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে, ইতালিতে যেভাবে মুসোলিনিকে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
৫ আগস্টের পরে নানা যায়গায় থাকা আয়নাঘর ও এর সঙ্গে থাকা অনেক ডকুমেন্ট নষ্ট করে ফেলা হয়েছে দাবি করে সাদিক কায়েম বলেন, যারা এগুলো ধ্বংস করেছে তাদের খুঁজে বের করতে হবে।
