Take a fresh look at your lifestyle.

বাবুগঞ্জে ককটেল বিস্ফোরণ-বিএনপির ৫৮ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ঈশ্বর নারায়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

দেহেরগতি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস‌্য বাবুল হাওলাদার ব‌লেন, ৯ ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে ডাকাত প্রতিরোধে বটতলায় একটি সভা করছিলাম। সভা শেষে ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে সভা করার উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে ২টি বিকট শব্দ পাই। বিদ্যালয়ের মাঠে গিয়ে দেখি আরো তিনটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পরে রয়েছে।

বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সা‌ড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটেছে উপজেলার দেহেরগতি ইউনিয়নের ঈশ্বর চন্দ্র নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিন-চারটি হাতবোমার বিস্ফোরণ হয়।এবং তিনটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে পুলিশ। ককটেল কারা এনেছে এবং ফাটিয়েছে তা শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে মামলা করা হয়েছে।

বিস্ফোরক দ্রব্যে আইনে করা মামলায় বাদী হয়েছে বাবুগঞ্জ থানার পুলিশ।

মামলায় বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেন কচিসহ নামধারী ৫৮ জন ও অজ্ঞাতনামা দেড়শ’ জনকে আসামি করা হয়েছে। তারা সবাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী বলে জানান ওসি।

Leave A Reply

Your email address will not be published.