নিজস্ব প্রতিবেদকঃ
প্রতি বছরের ন্যায় এ বছরও ‘অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর আয়োজনে ২দিন ব্যাপী ‘ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শনী’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার-শনিবার (২১-২২ ফেব্রুয়ারী) সকাল ৮ টা থেকে রাত ৯টা পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।উক্ত প্রদর্শনীতে নগরীর স্বনামধন্য একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংগ্রহণ করে এবং উন্মুক্ত ছিল সকলের জন্য।
দিবসটি পালন উপলক্ষে বুধবার (১৯ ফেব্রুয়ারী) রচনা ও কুইজ প্রতিযোগীতা প্রথম থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত ক বিভাগ ও অষ্টম থেকে দশম শ্রেনী পর্যন্ত খ বিভাগে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিআরইউ সভাপতি আনিসুর রহমান খান স্বপন এর সভাপতিত্বে রচনা ও কুইজ প্রতিযোগীতায় চারটি বিভাগে বিজয়ী ২৩ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন সিনিয়র সাংবাদিক অরূপ তালুকদার, অধ্যাপিকা ও প্রাবন্ধিক বেগম ফয়জুন নাহার, অধ্যাপক ও ছড়াকার দীপংকর চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন বিআরইউ বিআরইউ সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সহ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপ পরিষদের আহ্বায়ক সুশান্ত ঘোষ ও সদস্য সচিব রবিউল ইসলাম রবি সহ সংগঠনের সদস্যবৃন্দ।
প্রদর্শনীতে বাংলা ভাষা, সাহিত্য ,ভাষা আন্দোলন ও বরিশালের লেখক, দুষ্প্রাপ্য বেশ কিছু গ্রন্থ ও বরিশাল নিয়ে লেখা বইপত্র ও ডকুমেন্ট প্রদর্শিত হচ্ছে