Take a fresh look at your lifestyle.

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, সালাউদ্দিন পিপলু’র নেতৃত্বে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল করেছে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি।

সোমবার (১-লা সেপ্টেম্বর) সকালে উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারী নেতা কর্মীদের সাথে আলাপ করে জানা যায়, বিগত দিনে রাজপথে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেন সালাউদ্দিন পিপলু।

তারা আরো উল্লেখ করেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপিতে নতুন আশার আলো সঞ্চার করছেন সালাউদ্দিন পিপলু। মেহেন্দিগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও সাবেক এ ছাত্রনেতা মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির হাল ধরবেন খুব শীঘ্রই। যোগ্য ও কর্মীবান্ধব এ নেতার নেতৃত্বে আমরা মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী রাজনৈতিক মাঠে ইতিহাস রচনা করবো।

এ সময় মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকশো নেতা কর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

Auto House

Leave A Reply

Your email address will not be published.