Take a fresh look at your lifestyle.

বিএম কলেজে বাকসু নির্বাচনের দাবিতে ৪র্থ দিনেরমত অনশনে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে ৪র্থ দিনেরমত অনশনে বসেছেন তিন শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

গত রোববার দুপুরে কলেজ প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফেরদৌস রুমি। পরে সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কে. এম. মাঈনুল তাঁর সঙ্গে অনশনে যোগ দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা বাকসু নির্বাচনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু কলেজ প্রশাসন এখনো কোনো সুস্পষ্ট আশ্বাস দেয়নি।

আজ বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “২০০৩ সালের পর থেকে বিএম কলেজে বাকসু নির্বাচন হয়নি। প্রশাসন বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি। আমরা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে চাই।” আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রশাসনিক ভবন ঘেরাও, গণ অনশন ও সার্টডাউনের কর্মসূচি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বর্তমানে বরিশাল সরকারি বিএম কলেজের ২২টি বিভাগে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। কলেজের ইতিহাসে সর্বশেষ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৩ সালে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.