Take a fresh look at your lifestyle.

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

১৮

মাজারুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে রনি মিয়া (২২) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রনি ওই এলাকার হারুন অর রশিদের ছেলে। তিনি এলাকায় মাদক বহনকারী হিসেবে পরিচিত।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সীমান্ত পিলার নম্বর ৯০২-এর নিকটবর্তী এলাকায় নিয়মিত টহল চলাকালে, গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ দৈখাওয়া বিওপির একটি টহলদল। এ সময় কয়েকজন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। পরে বিজিবি সদস্যরা আহত যুবককে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।

এ ঘটনায় রনির বিরুদ্ধে বিজিবি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এছাড়াও, গত ২২ ডিসেম্বর বিএসএফের ছররা গুলিতে আহত হওয়ার পর রনি আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চললেও এতদিন তাকে পাওয়া যায়নি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, বারবার সতর্ক করার পরও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত হতাশাজনক। তিনি সীমান্ত নিরাপত্তা জোরদারে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের বিজিবিকে সহযোগিতার আহ্বান জানান।

Auto House

Leave A Reply

Your email address will not be published.