Take a fresh look at your lifestyle.

বেসরকা‌রি ক্লি‌নি‌কে রোগী না পাঠা‌তে চি‌কিৎসক‌দের অনু‌রোধ-স্বাস্থ্য সেবা স‌চিব

নিজস্ব প্রতিবেদক:

১০৯

স্বাস্থ্য ও প‌রিবার কল‌্যান মন্ত্রণাল‌য়ের স্বাস্থ্যসেবা বিভা‌গের স‌চিব ড. মু. আ‌নোয়ার হো‌সেন হাওলাদার ব‌লে‌ছেন, শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ (‌শেবা‌চিম) হাসপাতাল থে‌কে বেসরকা‌রি ক্লি‌নি‌কে রোগী না পাঠা‌তে চি‌কিৎসক‌দের অনু‌রোধ করা হ‌য়ে‌ছে এবং এটা বন্ধ কর‌তে হবে। চি‌কিৎসকরা অন‌্য ৫ জ‌নের থে‌কে আ‌র্থিকভা‌বে স্বাবল‌ম্বি।

আ‌মি ব‌লে‌ছি আপনারা হাসপাতাল থে‌কে কো‌নো রোগী ক্লি‌নি‌কে পাঠা‌বেন না। য‌দি সা‌র্ভিস না থাকে তাহ‌লে আপ‌নি বল‌তে পা‌রেন ঢাকায় হাসপাতা‌লে যে‌তে। এটা বন্ধ কর‌তে বলা হ‌য়ে‌ছে, আশা ক‌রি তারা কর‌বে। য‌দি অনু‌রোধ না শো‌নে তাহ‌লে তো আমা‌দের ব‌্যবস্থা গ্রহণ কর‌তে হ‌বে।

রোববার দুপু‌রে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল প‌রিদর্শন শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তি‌নি এই কথা ব‌লেন। শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসক ও নার্স সংক‌টের বিষ‌য়ে স‌চিব ব‌লেন, আমা‌দের কো‌নো জনবল সংকট নেই। স্বাস্থ‌্য সেবা তো আমরা এখন ওয়ার্ড পর্যা‌য়ে পর্যন্ত দি‌চ্ছি। আমরা প্রচুর জনবলও নি‌য়ে‌ছি। এখন সমস‌্যা হ‌চ্ছে ডাক্তাররা বড় শহরমুখী। ঢাকার মত শহ‌রে তারা থাক‌তে চায়। এটা ইক‌্যুয়াল করার চেষ্টা চল‌ছে।

স‌চিব ব‌লেন, ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের যন্ত্রাংশ নষ্ট থাকার কার‌ণে রোগী‌দের হাসপাতা‌লের সাম‌নের ডায়াগন‌স্টিক সেন্টা‌রে যে‌তে হ‌চ্ছে। কিছু টে‌স্টের যন্ত্র র‌য়ে‌ছে ডেট ওভার আবার কিছু র‌য়ে‌ছে মেরামত কর‌তে হ‌বে। সেগু‌লো দ্রুত ঠিক ক‌রা হ‌বে। এসময় তিনি আরও বলেন, এই হাসপাতালের আকার অনেক বড়। তাই সমস্যা ও বেশি। প্রথমে প্রাথমিক সমস্যা গুলোর উৎস খুজে তার সমাধান করা প্রয়োজন। হাসপাতাল বড় করা কোন সমাধান না।

এর আগে তিনি শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন শাহীন খান, শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, বরিশাল সিভিল সার্জন ডা. মারিয়া হাসান সহ স্বাস্থ্য ও প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ।

Auto House

Leave A Reply

Your email address will not be published.